Saturday, October 8, 2016

online earning tips and income by freelancing bangla

online earning is a best way to earn money without risk.but,in bangladesh we cann't know properly how to earn and how we learn outsourcing.there have many more source in internet like youtube google and so on.i have suggest a website for getting tips how we can earn online in bangla version just click here

Monday, October 3, 2016

Online income easy way to earn in short time

Online income is the best way and easy way to earn.But,beginers cann't understand that how to earn online.there have many more way to earn from online by many more works.to know more about online income the enough information is here with beginers guideline.just click here online income

or directly visit

Saturday, September 24, 2016

আউটসোর্সিং আর্টিকেল লিখে আয় করুন– ৫০০ ওয়ার্ডের একটি আর্টিকেল থেকে ৮০ ডলার

আর্টিকেল লিখে আয় করার শতভাগ গ্যারান্টেড ওয়েবসাইট আইরাইটার । প্রথমেই কিছু প্রশ্নের উত্তর-
প্রতিদিন এমন অনেক প্রশ্নই শুনি যে, “বাংলা ব্লগিং করে অনলাইনে আয় করা যায় কি না?”
আমার একটাই উত্তর,–“এরকম অনেক সাইটের কথা আমি শুনেছি কিন্তু শতভাগ বিশ্বস্থ কোন সাইটের নাম জানি না।”
আপনাদের জানা থাকলে জানাবেন প্লিজ। তবে আপনার যদি হাই রেংকড কোন বাংলা ব্লগিং প্লাটফরম থাকে সেখানে আপনি বিভিন্ন কোম্পানীর প্রডাক্টের প্রমোট করে আয় করতে পারেন। আরো কিছু ওয়েবসাইট আছে, যেমন এডসেন্স অলটারনেটিভ এড যা বাংলা সাপোর্ট করে আবার কোন কোম্পানীর প্রডাক্টের রিভিউ লিখে আয় করতে পারেন। তবে সেক্ষেত্রে কোম্পানীর কাছ থেকে আপনি কাজ নেয়ার জন্য আপনার কোন ব্লগ বা ওয়েবসাইট থাকতে হতে পারে। যেমন – আপনার একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন তা জানালেন। যেমন বললেন আপনি যে কোন প্রডাক্টের রিভিউ লিখে দেয়ার জন্য আপনি ৫০০ টাকা চার্জ নেন। এখন আপনার ওয়েবসাইটির এড সোসিয়াল মিডিয়ায় পাবলিশ করুন। কারো যদি চোখে পড়ে যায় যার এমন সার্ভিস প্রয়োজন তার কাছ থেকে আপনি কাজ নিতে পারেন। এই কথাগুলো বলছি কারণ কাজ কোথায় থেকে কিভাবে পেতে পারেন তার একটি ধারণা দিচ্ছি।

আজ আমি একটি ইংলিশ সাইটের রিভিউ করব যেখানে শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আয় করতে পারবেন। তবে আপনাকে হতে হবে ক্রিয়েটিভ মানের রাইটার।

এই সাইট এ ৫০০ ওয়ার্ডের একটি আরটিকোল থেকে ৮০ ডলার। তাই আপনি যদি ভালো মানের রাইটার হোন এবং আপনার যদি আরটিকোল ক্লায়েন্টের প্রছন্দ হয় তবে বুঝতেই পারছেন। ক্লায়েন্ট যদি আরকোল প্রছন্দ করে তবে আপনার আরটিকোলের জন্য পেমেন্ট করবে এবং আরটিকোল ডাউনলোড দিতে পারবে।

পেমেন্ট মেথড পেপাল। তাই তারাই একাউন্ট খুলবেন যারা পেপাল থেকে পেমেন্ট নিতে পারবেন। বাংলাদেশের অনেকেরই পেপাল নাই। তাই আগেই জেনে নিন।আরও বিস্তারিত 
  আরও বিস্তারিত
 

Thursday, September 22, 2016

3D প্রিন্টারে জীবন্ত গাড়ী তৈরী !

3D printer tecnology

শিকাগো আন্তর্জাতিক উৎপাদন প্রযুক্তি শো’তে, সামান্য পরিচিত আরিজোনা ভিত্তিক গাড়ি নির্মাতা  প্রতিস্টহান একটি গাড়ির উত্পাদন দ্বারা  মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে।
এটি সম্পূর্ণরূপে ক্রিয়ামূলক একটি গাড়ী যা 44 ঘন্টার মধ্যে মুদ্রিত এবং 2 দিন একত্রে 3D আকারে ছিল।
গাড়ীটি কে  “Strati” বলা হয় এবং এটা স্বয়ংচালিত। ডিজাইনার মিশেল Anoe এর দ্বারা ডিজাইন করা এই গাড়ির পুরো ভবনটি একটি একক ইউনিটের মধ্যে চাঙ্গা কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়।এই 3D গাড়ী টির প্রায় ২০,০০০ এর ও বেশি অংশ রয়েছে।এতে খরচও হয়েছে প্রচুর। স্বয়ংক্রিয়তা গবেষণা কেন্দ্রের সভাপতি জে ব্যারন বলেন,এটা সম্ভাব্য একটি বিশাল চুক্তি। তবে নির্মাতারা জানান যে, তারা এই নতুন প্রযুক্তির ব্যয়িত খরচ কমিয়ে আনার জন্য গবেষনা চালিয়ে যাছেন।
কর্তৃপক্ষ আরো জানান যা,তাদের এই প্রকল্পের জন্য প্রায় কাচা-মাল তারা নিজেরাই তৈরী করে নিয়েছেন।তা ছাড়া তাদের খরচ হয়েছে কিছু ধাতু, প্লাস্টিক বা যৌগিক পদার্থ ইত্যাদি।
খবর সূত্রঃরয়টার্স
লেখা হবে আগামিতে আমার সাথেই থাকুন

Thursday, September 15, 2016

ইন্টারনেটে অর্থ উপার্জনের সেরা ৫টি পদ্ধতি

ইন্টারনেটে অর্থ উপার্জনের অনেক পদ্ধতি রয়েছে। অনেকেই দ্বিধায় পড়েন, কোনটি করবেন এবং কোনটি করবেন না এই নিয়ে। তাছাড়া বাংলাদেশের জন্য স্থানীয় কিছু সমস্যা তো রয়েছেই। ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জনের সুবিধা-অসুবিধা অনুযায়ী ৫টি পদ্ধতি নিয়ে নিচে আলোচনা করছি।
১. গুগল এডসেন্স
গুগল এডসেন্স ইন্টারনেটে অর্থ উপার্জনের সবচেয়ে সেরা উপায় । মাসে কয়েক হাজার ডলার আয় করা যায় প্রোগ্রামিং বা এইধরনের কোন ক্ষেত্রে বিশেষ দক্ষতা না থেকেও। এমনকি গুগলের ব্লগার ব্যবহার করে কোনরকম খরচ ছাড়াই।আপনার প্রয়োজন শুধু সময় ব্যয় করা এবং চারিদিকে দৃষ্টি রেখে নিজের ওয়েবসাইটে ভিজিটর আনার ব্যবস্থা করা। সবচেয়ে ভাল ফল পাওয়ার জন্য আপনার প্রয়োজন এমন একটি ওয়েবসাইট যেখানে প্রচুর ভিজিটর ভিজিট করবেন। এধরনের ওয়েবসাইট তৈরী এবং ভিজিটর পেতে কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। প্রতিদিন কমপক্ষে ১ হাজার ভিজিটর না পেলে খুব বেশি আয়ের সম্ভাবনা কম। 
২. এফিলিয়েটেড মার্কেটিং
এফিলিটেড মার্কেটিং এর ক্ষেত্রে সীমা হচ্ছে আকাশ। আপনি যত চেষ্টা করবেন তত বেশি আয় করবেন। আপনার কাজ হচ্ছে ইন্টারনেটে যারা কিছু বিক্রি করে (পন্য বা সেবা) তাদের হয়ে প্রচার করা।এ কাজের জন্য নিজের ওয়েবসাইট থাকলে সুবিধে বেশি, না থাকলেও সমস্যা নেই অন্যভাবে করা যায়। কোন কোন কোম্পানী টাকা দেয় তাদের সাইটে ভিজিটর পাঠালেই আবার কোন কোন কোম্পানী দেয় কোন
ভিজিটর কিছু কিনলে। ৭৫% পর্যন্ত কমিশন দেয়ার মত কোম্পানীও রয়েছে। আমাজন, ই-বে এফিলিয়েটেড মার্কেটিং কাজের জন্য অন্যতম। আমি আগেই বলেছি এফিলিয়েটেড মার্কেটিং এর জন্য নিজস্ব ওয়েবসাইট থাকলে বেশি সুবিধে পাবেন। শুধুমাত্র এই কাজের জন্যই বিনামুল্যে ওয়েবসাইট তৈরী ও সেখানে বিভিন্ন পন্য যোগ করার ব্যবস্থা রয়েছে। যদিও এই ব্যবস্থায় আয় বেশি তারপরও এডসেন্সর এর পর ২য় অবস্থানে থাকার কারন হল একাজে বুদ্ধিমত্তা, মার্কেটিং এর দক্ষতা এবং পরিশ্রম অনেক বেশি।
৩. ফ্রিল্যান্সিং
আপনি ওয়েবসাইট তৈরী কিংবা মার্কেটিং এর ঝামেলায় যদি যেতে না চান, অথচ কম্পিউটারের কোন কাজে দক্ষ। সেটা ফটোশপ ব্যবহার করে হোক অথবা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং থেকে ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং কিংবা এনিমেশন যে কোন কিছুই হতে পারে। তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং উপযুক্ত। কাজ দেয়ার ক্ষেত্রে অনেকগুলি প্রতিস্ঠান রয়েছে মধ্যস্থতা করার জন্য । সেখানে নিজের নাম তালিকাভুক্ত করবেন (কোন খরচ নেই), তাদের কাজের তালিকা দেখে এপ্লাই করবেন, কাজ পাওয়ার পর কাজ করে জমা দিবেন। আপনার একাউন্টে সেই কাজের পারিশ্রমিক জমা হবে। ঘন্টাপ্রতি নির্দিষ্ট কাজ অনুযায়ী অথবা এককালীন চুক্তি অনুযায়ী ফ্রিলান্সিং কাজে পেমেন্ট দেয়া হয়। কাজের জটিলতা অনুযায়ী আয় কয়েক ডলার থেকে কয়েক হাজার ডলার পর্যন্তও হতে পারে এই চুক্তি। মধ্যস্থতাকারী থাকে বলে টাকা হাতছাড়া হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

www.freelancer.com , www.odesk.com ইত্যাদি এধরনের কাজে অন্যতম প্রতিস্ঠান।
৪. নিজে বিক্রি করালাভ বেশি থাকার পরও একে ৪ নম্বরে রাখতে হচ্ছে কারন নিজে বিক্রি করলে লাভ বেশি, সেইসাথে পরিশ্রমও বেশি। আপনি কিছু পন্য ঠিক করবেন এরপর ওয়েবসাইটে রেখে দেবেন। যিনি কিনতে চান তিনি সেখানে ক্লিক করে কিনবেন এবং আপনি সেটা তারকাছে পাঠিয়ে দেবেন। ফটোগ্রাফ, ই-বুক, সফটঅয়্যার এর মত পন্য সরাসরি ইমেইল করে পাঠাতে পারেন কিংবা ডাউনলোডের ব্যবস্থা রাখতে পারেন। ছাপা বই বা বহনযোগ্য অন্য পন্য হলে পার্সেল করে পাঠাতে হবে। বিশ্বের অনেক দেশের মানুষই কেনাকাটা করে অনলাইনে। কাজেই এই মুহুর্তে বাংলাদেশের মত দেশে বিষয়টি চালু না থাকলেও একসময় হবে ইনশাআল্লা 
৫. অনলাইন বিজ্ঞাপন
জনপ্রিয় ওয়েবসাইটে এডসেন্স এর মত বিজ্ঞাপন রাখতে হবে এমন কোন কথা নেই, ছাপানো পত্রিকায় যেমন বিজ্ঞাপন দেয়া হয় সেভাবে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার করে অর্থ উপার্জন করা সম্ভব। আমেরিকায় ছাপানো বিজ্ঞাপনের আয়কে ছাড়িয়ে গেছে অনলাইন বিজ্ঞাপন। পত্রিকার মত সাইটের জন্য এই ব্যবস্থা সুবিধেজনক। একাজে সমস্যা হচ্ছে ব্যক্তিগতভাবে করা যায় না, প্রতিস্ঠান
হিসেবে কাজ করতে হয়। তবে সেটা সংবাদপত্র হতে হবে এমন কথা নেই। মানুষের আগ্রহ রয়েছে এমন বিষয় নিয়ে ওয়েবসাইট হতে পারে। যেমন বিভিন্ন পণ্যের পরিচিতি এবং দাম নিয়ে যেমন মানুষের আগ্রহ সেই বিষয় নিয়েই অনেকগুলি বিশ্বখ্যাত ওয়েবসাইট রয়েছে। চাকরী বা অন্য তথ্য নিয়ে সাইটও লক্ষ লক্ষ
ভিজিটর পেতে পারে।আপনারা এই সাইটের উপরে দেওয়া ওয়েব এড্রেসগুলিতে ঢুকে ধারনা পেতে পারেন ।আমি পরের লেসনগুলিতে ভিডিও আকারে আলোচনা করব ।
for more information about online income click here
otherwise here you can go freelancing tips