Saturday, September 24, 2016

আউটসোর্সিং আর্টিকেল লিখে আয় করুন– ৫০০ ওয়ার্ডের একটি আর্টিকেল থেকে ৮০ ডলার

আর্টিকেল লিখে আয় করার শতভাগ গ্যারান্টেড ওয়েবসাইট আইরাইটার । প্রথমেই কিছু প্রশ্নের উত্তর-
প্রতিদিন এমন অনেক প্রশ্নই শুনি যে, “বাংলা ব্লগিং করে অনলাইনে আয় করা যায় কি না?”
আমার একটাই উত্তর,–“এরকম অনেক সাইটের কথা আমি শুনেছি কিন্তু শতভাগ বিশ্বস্থ কোন সাইটের নাম জানি না।”
আপনাদের জানা থাকলে জানাবেন প্লিজ। তবে আপনার যদি হাই রেংকড কোন বাংলা ব্লগিং প্লাটফরম থাকে সেখানে আপনি বিভিন্ন কোম্পানীর প্রডাক্টের প্রমোট করে আয় করতে পারেন। আরো কিছু ওয়েবসাইট আছে, যেমন এডসেন্স অলটারনেটিভ এড যা বাংলা সাপোর্ট করে আবার কোন কোম্পানীর প্রডাক্টের রিভিউ লিখে আয় করতে পারেন। তবে সেক্ষেত্রে কোম্পানীর কাছ থেকে আপনি কাজ নেয়ার জন্য আপনার কোন ব্লগ বা ওয়েবসাইট থাকতে হতে পারে। যেমন – আপনার একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন তা জানালেন। যেমন বললেন আপনি যে কোন প্রডাক্টের রিভিউ লিখে দেয়ার জন্য আপনি ৫০০ টাকা চার্জ নেন। এখন আপনার ওয়েবসাইটির এড সোসিয়াল মিডিয়ায় পাবলিশ করুন। কারো যদি চোখে পড়ে যায় যার এমন সার্ভিস প্রয়োজন তার কাছ থেকে আপনি কাজ নিতে পারেন। এই কথাগুলো বলছি কারণ কাজ কোথায় থেকে কিভাবে পেতে পারেন তার একটি ধারণা দিচ্ছি।

আজ আমি একটি ইংলিশ সাইটের রিভিউ করব যেখানে শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আয় করতে পারবেন। তবে আপনাকে হতে হবে ক্রিয়েটিভ মানের রাইটার।

এই সাইট এ ৫০০ ওয়ার্ডের একটি আরটিকোল থেকে ৮০ ডলার। তাই আপনি যদি ভালো মানের রাইটার হোন এবং আপনার যদি আরটিকোল ক্লায়েন্টের প্রছন্দ হয় তবে বুঝতেই পারছেন। ক্লায়েন্ট যদি আরকোল প্রছন্দ করে তবে আপনার আরটিকোলের জন্য পেমেন্ট করবে এবং আরটিকোল ডাউনলোড দিতে পারবে।

পেমেন্ট মেথড পেপাল। তাই তারাই একাউন্ট খুলবেন যারা পেপাল থেকে পেমেন্ট নিতে পারবেন। বাংলাদেশের অনেকেরই পেপাল নাই। তাই আগেই জেনে নিন।আরও বিস্তারিত 
  আরও বিস্তারিত
 

No comments:

Post a Comment